কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ এপ্রিল ২০২৩, ১৪:১৭
সিলেটের কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার শাহ আরেফিন বাজারের হুমায়ুন ডাক্তারের ঘরের চালে কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিক অহিদ মিয়া (৪৫) বাহাদুরপুর গ্রামের দানা মিয়ার ছেলে। তার পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হুমায়ুন ডাক্তারের ঘরের চালে কাজ করতে অহিদ মিয়া চালে উঠেন। চালের উপর দিয়ে বিদ্যুতের মেইন লাইন টানা ছিল। অহিদ ঘরের উপর থেকে চাল খোলার সময় বিদ্যুৎ-এর মেইন লাইনের সাথে তার স্পর্শ হয়। এ সময় তিনি বিদ্যুৎ-এর লাইনে আটকা পড়ে নিহত হন। পরে উপস্থিত জনতা তাকে বাশের লাঠি দিয়ে উপর থেকে নামিয়ে আনেন।
কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ-এর ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী জানান, ঘরের কাজ করার আগে আমাদেরকে অবগত করলে আমরা বিদ্যুৎ অফ করে দিতাম। ঘরের মালিক আমাদেরকে জানাননি। বিদ্যুতের তারের পাশে কাজ করার সময় বিদ্যুৎ অফিসকে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, শাহ আরেফিন বাজারে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা