সিলেটে মা-বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
- সিলেট ব্যুরো
- ৩০ মার্চ ২০২৩, ২১:৩৩
সিলেটে বাবা-মাকে হত্যার দায়ে আতিকুর রহমান রাহেলের (৩৬) নামে এক ব্যক্তিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সিলেটের দায়রা জজ আদালতে সিনিয়র বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আতিকুর রহমান রাহেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের আবদুল করিম খান ওরফে ঠাকুর মনার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) নিজাম উদ্দিন।
তিনি জানান, সকল সাক্ষ্য প্রমাণে আতিকুর রহমান দোষী সাব্যস্ত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। তবে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৭ মার্চ সিলেটের গোলাপগঞ্জে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বাবা আবদুল করিম খান ও মা মিনারা বেগমকে কুদাল দিয়ে কুপিয়ে হত্যা করে আতিক হোসেন খান ওরফে আতিকুর রহমান রাহেল। এ ঘটনায় তার ভাই দেলোয়ার হোসেন গোলাপগঞ্জ থানায় মামলা করেন।
পরে ২৮ মার্চ পুলিশ অভিযুক্ত আতিককে আটক করে। এরপর ধারাবাহিক বিচারিক প্রক্রিয়া শেষে রায়ের তারিখ ঘোষণা করেন সিলেট জেলা দায়রা জজ আদালতের বিচারক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা