চিকিৎসা নিতে এসে গণধর্ষণের শিকার নারী, ভুয়া কবিরাজ গ্রেফতার
- গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা
- ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:১৭, আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৫
সিলেটের গোলাপগঞ্জে কবিরাজি চিকিৎসা নিতে আসা এক নারী ভুয়া কবিরাজের কবলে পড়ে গণধষর্ণের শিকার হয়েছেন। পুলিশ সুহেল মিয়া (৩৫) নামে অভিযুক্ত ভুয়া কবিরাজকে গ্রেফতার করেছে।
শনিবার অভিযুক্ত ভুয়া কবিরাজকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভুক্তভোগী নারী ১ সেপ্টেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় দুজনের নামে মামলা করেন। উক্ত ঘটনার পর র্যাব ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সুহেল উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের সইর আলীর ছেলে। অপর আসামি পলাতক রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। আর ধর্ষিতার বাড়ি কানাইঘাট উপজেলায়।
প্রাপ্ত সংবাদ ও থানা সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর কানাইঘাট থেকে এক নারী গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির উত্তর ধারাবহর গ্রামে ভুয়া কবিরাজ সুহেল মিয়ার কাছে আসেন কবিরাজি চিকিৎসার জন্য। সুহেল মিয়াসহ তার সহযোগী বিভিন্ন টালবাহানা দেখিয়ে সন্ধ্যা পর্যন্ত তাকে আটকে রাখেন। সন্ধ্যা নামার পর সুহেল ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে নারীকে গণধর্ষণ করেন।
ওই নারী ঘটনাস্থল থেকে উদ্ধার হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ধর্ষক ও ভুয়া কবিরাজকে প্রধান আসামি এবং তার সহযোগীকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে র্যাব ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউপির দুবাগ এলাকা থেকে ধর্ষক সুহেল মিয়াকে গ্রেফতার করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মো: রফিকুল ইসলাম গণধর্ষণের শিকার ও ধর্ষক সুহেল মিয়াকে আটকের বিষয় নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা