চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন : ১০ গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ
- হবিগঞ্জ সংবাদদাতা
- ০৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৯
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের ফলে উপজেলার ব্রিজের গোড়ার মাটি ধসে যাওয়ায় ১০টি গ্রামের যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার সকালে বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগা ও শ্রীবাড়ী ওপর নির্মিত ব্রিজের গোড়ার মাটি সরে গিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। এতে দারাগাও চা বাগানের পুরানটিলা, শ্রীবাড়ী চা বাগান, টিলাগাও, কুনাউড়া, দারাগাওসহ ১০টি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয় সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রহমান আব্দাল বলেন, ‘ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এর আগেও মাটি সরে গিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল তখন তিনি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মেরামত করে দিয়েছিলাম। শনিবার রাতে বৃষ্টি হওয়ায় ব্রিজের গোড়ার মাটি ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছেন বলে জানান।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয় মেরামত করে যান চলাচল স্বাভাবিক করে দেয়ার জন্য। স্থায়ী সমাধানেরও আশ্বাস প্রদান করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা