বালু ভর্তি ট্রাকের নিচে ৩১ বস্তা ভারতীয় কসমেটিক্স
- সিলেট ব্যুরো
- ০১ সেপ্টেম্বর ২০২২, ২১:১২
সিলেটের জৈন্তাপুরে ট্রাক ভর্তি বালুর নিচে পলিথিন ও ত্রিপল দিয়ে ঢেকে রাখা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্সের ৩১টি বস্তা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এমন অভিনব কায়দায় ভারতীয় কসমেটিক্স নিয়ে আসার সময় ট্রাকসহ একজনকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় অভিযান পরিচালনা করে বালুবোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় ট্রাকচালক সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কার্তিকপুর গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: সুজনকে (২৭) আটক করে পুলিশ।
ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, আটক ট্রাক থানায় নিয়ে আসার পর সিলেট উত্তর সার্কেল (কানাইঘাট) সিনিয়র এএসপি আব্দুল করিম ও আমার উপস্থিতিতে শ্রমিকদের মাধ্যমে বালু আনলোড করে ট্রাকের মধ্যে সুকৌশলে পলিথিন ও ত্রিপল দিয়ে ঢেকে রাখা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্সের ৩১টি বস্তা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক মালামালের জব্দ তালিকা প্রস্তুতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা