হাওরে ব্যাগের ভেতর মিলল নবজাতকের লাশ
- সিলেট ব্যুরো
- ১৫ মে ২০২২, ২০:৩৮
সিলেটের গোলাপগঞ্জে হাওরের পানিতে ভাসমান প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের বাঁচাতইল হাওর থেকে নবজাতক মেয়েশিশুর ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বাঁচাতইল হাওরের পানিতে একটি প্লাস্টিকের ব্যাগ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ব্যাগটি পাড়ে তুলে ভেতরে এক নবজাতকের লাশ দেখতে পান। গোলাপগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ বলেন, উদ্ধার হওয়া নবজাতক মেয়ের লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। সেখানে শিশুটির দেহের ডিএনএ’সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা