দক্ষিণ সুনামগঞ্জের ডোবায় পড়ে ভাই-বোনের মৃত্যু
- সুনামগঞ্জ সংবাদদাতা
- ২৩ আগস্ট ২০২০, ১৯:১৯
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে। শিশু দু’টি আপন চাচাতো ভাইবোন। মরহুমের নাম মারিয়া বেগম (৫)। সে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের সাইদুর রহমানের মেয়ে এবং অপর শিশুটি হলো মো: সায়িম মিয়া (৫)। সে একই গ্রামের সৈয়দুর রহমমানের ছেলে। রোববার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশু দু’টি বাড়িতে খেলা করতে করতে বাড়ির সামনে ডোবায় এসে পড়ে পানির নীচে তলিয়ে যায়। বাড়ির লোকজন শিশু দু’টিকে বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করেন। শেষে বাড়ির সামনের ডোবায় এসে একটি শিশুর ভাসমান লাশ দেখতে পেয়ে পানিতে নেমে অপর শিশুটিসহ দু’টি শিশুর লাশ উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।