২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ছাত্রশিবিরকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

ছাত্রশিবিরকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল - ছবি : নয়া দিগন্ত

এমসি কলেজে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনায় ছাত্রশিবিরের ওপর অন্যায়ভাবে দায় চাপানোর প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী শাখা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরে নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ও সিলেট এমসি কলেজে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনায় ছাত্রশিবিরের ওপর অন্যায়ভাবে দায় চাপানো এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীর ওপর ছাত্রদল সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুসহ অন্য নেতারা।

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশে আবার একটি ফ্যাসিবাদ গড়ে তোলার অপচেষ্টা চলছে। আপনারা ইতিমধ্যেই লক্ষ করেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের মতো ছাত্রদলও সন্ত্রাসী কায়দায় তিন দিন আগে কুয়েটে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা করেছে। সেই হামলার দায় নির্লজ্জের মতো ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা বৃথা গেলে, এমসি কলেজের দু’পক্ষের হাতাহাতির ঘটনার দায় শুরু থেকেই ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘ছাত্রদল নতুন বাংলাদেশে আবারো ট্যাগিংয়ের রাজনীতি সক্রিয় করে নির্যাতন ও সন্ত্রাস কায়েম করতে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- এই বাংলাদেশে আর ত্রাসের রাজত্ব চলবে না, ট্যাগিংয়ের নামে নির্যাতন-নিপিড়ন চলবে না, আধিপত্যের নামে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না ‘

এ সময় মিছিল ও সমাবেশে মহানগরের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
‘ক্যাশ লেস’ করতে এভিএস চালু বাংলাদেশ ব্যাংকের আইসিটির আইনি যুক্তিহীনতা : কিভাবে তহবিল সংগ্রহের কুপন ‘কমান্ডের প্রমাণ’ হয়ে উঠল ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নবনির্মিত বাড়ি হস্তান্তর হামলার শিকার নায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে : হারুন ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে : আহমেদ আজম খান চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মদিনাতুল উলুম আমিনিয়া মাদরাসার উদ্যোগে সপ্তম বার্ষিক খতমে নবুওয়াত মহাসম্মেলন গুরুদাসপুরে শিশু হত্যা মামলায় গ্রেফতার ৩ বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড ২০২৪ পেলো এক্সিম ব্যাংক শহীদদের রক্তের সাথে বেইমানী করলে কোনো ছাড় নয় : আ্যাটর্নি জেনারেল

সকল