মৌলভীবাজারের ৪ সংসদীয় আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা
- শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৭
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690681_14.jpg)
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংসদীয় আসনসহ মৌলভীবাজারের চার আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল।
নয়া দিগন্তকে তিনি বলেন, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেট বিভাগের সর্বস্থরের দায়িত্বশীলদের নিয়ে ভার্চুয়ালি এক সমাবেশ করেন। এ সময় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনসহ সিলেটের ১৯টি সংসদীয় আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
তিনি আরো বলেন, ‘মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থীতা পেয়েছেন- মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) সংসদীয় আসনে জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মৌলভীবাজারের বর্তমান জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (রাজনগর-সদর) আসনে সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মো: আব্দুল মান্নান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: আব্দুর রব।’