০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

‘আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলামি আন্দোলনের কর্মীদের কাজ করে যেতে হবে’

- ছবি : নয়া দিগন্ত

‘আল্লাহ তায়ালাকে রাজি খুশি করার জন্য ইসলামি আন্দোলনের কর্মীদের কাজ করে যেতে হবে’ মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘ইসলামি আন্দোলনের কর্মীদের মজবুত ঈমানের অধিকারী হতে হবে। দৃঢ় ঈমানের মাধ্যমে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভ করার চেষ্টা করতে হবে।’

তিনি জানবাজি রেখে দ্বীনের দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সহীহ নিয়তের মাধ্যমে কাজ করতে হবে। কারণ সহীহ নিয়্ত ছাড়া ইবাদত কবুল হয় না।’ তিনি সংগঠনের সকল নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের মাঝে ইসলাম, সংগঠন ও দ্বীনের দাওয়াত পোঁছে দিতে প্রাণপন কাজ করে যাওয়ার আহ্বান জানান।

আজ শুক্রবার সকালে সিলেট জেলার গোয়াইনঘাটে উপজেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের উপজেলা আমির মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমরান আহমদ ও হাফেজ মিসবাহ উদ্দিনের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলার সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, উপজেলা শাখার নায়েবে আমির ডাক্তার আব্দুন নূর, মাওলানা ফয়েজ আহমদ, যুব বিভাগের সভাপতি ইমরুল হাসান, সেক্রেটারি সাদেকুর রহমান, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা নেছার আহমদ, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাষ্টার মনজুর আহমদ, শ্রম বিভাগের সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের সভাপতি আমিনুর রশিদ জসীম, ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন সভাপতি ইমদাদ উল্ল্যাহ, ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের সেক্রেটারি আব্দুল আজিজ, ৪ নম্বর লেঙ্গুড়া ইউনিয়নের সভাপতি কাজী ফরিদ উদ্দিন, ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের সেক্রেটারি নজরুল ইসলাম, ৭ নম্বর নন্দীরগাঁও ইউনিয়নের সভাপতি মাওলানা নুর উদ্দিন, ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের সেক্রেটারি মনজুর আহমদ, ৯ নম্বর ডৌবাড়ী ইউনিয়নের সভাপতি শরীফ উদ্দিন, ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সভাপতি রিয়াজুল ইসলাম, ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান, ১২ নম্বর সদর ইউনিয়নের সভাপতি ফরিদ উদ্দিন, ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের সভাপতি জয়নুর রশিদ, জামায়াত নেতা নুরুল আমীন হেলালী, গিয়াস উদ্দিন রুবেল, সোহেল আহমদ, কামাল উদ্দিন, মনজুর আহমদ, গিয়াস উদ্দিন, নুর হোসাইন, সেলিম উদ্দিন, আরিফ আহমদ, শ্রমিক নেতা শাহীনুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মহসিনুল আহমদ, সেক্রেটারি হিফজুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজ সভাপতি মুজাহিদুল ইসলাম আজম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা মার্কিন নিষেধাজ্ঞা আইসিসি’র স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে : ইইউ দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপি পাঁচ বছরের মধ্যে প্রথমবার সুদের হার কমাল ভারতের কেন্দ্রীয় ব্যাংক মৌলভীবাজারের ৪ সংসদীয় আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার চাঁপাই সীমান্তে বাংলাদেশী কৃষককে ‘পিটিয়ে হত্যা’ করল বিএসএফ আবারো শিরোপায় চুমু আঁকল বরিশাল ভালো কথাটা সবার আগে বলা উচিৎ, ফেসবুকে বিদ্রুপ মন্তব্য করা হচ্ছে : ডা. শফিকুর রহমান চুয়েটের হল থেকে ছাত্রলীগের ১৮ নেতাকর্মী বহিষ্কার, ৩ জনকে শোকজ সচিবালয়ের পরিণতি যেন ৩২ নম্বরের মতো না হয় : হাসনাত আবদুল্লাহ

সকল