সুনামগঞ্জে বঙ্গবন্ধুর ৫ ম্যুরাল ভাঙচুর
- সুনামগঞ্জ প্রতিনিধি
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৪
সুনামগঞ্জে শেখ মুজিবের পাঁচটি ম্যুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
গতকাল বুধবার দিবাগত রাতে জেলা সদরের বিভিন্ন দফতরের সম্মুখে স্থাপিত এসব ম্যুরাল ভাঙা হয়।
রাতভর সুনামগঞ্জ পৌরসভা, ঐতিহ্য জাদুঘর, মুক্তিযোদ্ধা ভবন, জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেয়া হয়। এতে শত শত ছাত্র-জনতা অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমনদ্দোজ্জা বলেন, শেখ মুজিবের ম্যুরালগুলো ফ্যাসিবাদের প্রতীক। এগুলোকে বিগত সময়ে অতি ভক্তি দেখাতে দেখাতে শিরিকের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই প্রতীকগুলো দেখে আগামীতে যাতে কেউ ফ্যাসিবাদে অনুপ্রাণিত না হয় সেজন্য আমরা এগুলো ভেঙে দিয়েছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা