ঘন কুয়াশায় ঢাকার ৩ ফ্লাইট সিলেটে অবতরণ
- সিলেট ব্যুরো
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১২
ঘন কুয়াশার কারণে ঢাকার তিনটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ অনেক ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেয়ে ছয়টি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে। পরে ফ্লাইটগুলোর তিনটি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে, আর তিনটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রোববার দিবাগত মধ্যরাত আড়াইটা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত চলে এই অবস্থা। পরে সকাল ১০টার দিকে বিমান উঠানামা স্বাভাবিক হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, ঘন কুয়াশার কারণে তিনটি ফ্লাইট সিলেটে অবতরণ করে। ইতোমধ্যে ফ্লাইটগুলো ফিরে গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা