২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

সিলেটে সিএনজি অটোরিকশা চোরচক্রের নারীসহ গ্রেফতার ৩

গ্রেফতার হওয়া চোরচক্রের তিন সদস্য - ছবি : নয়া দিগন্ত

সিলেটে পৃথক অভিযান চালিয়ে নারীসহ সিএনজি অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এ সময় অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকা থেকে দু'জন ও পর দিন (২১ জানুয়ারি) বিকেলে শাহজালাল উপশহর থেকে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুমায়ুনপুর গ্রামের মরহুম নানু মিয়ার ছেলে আশিক উদ্দিন (৪০), কুমিল্লা জেলার লাকসাম থানার কলদুরগ্রামের (হরিশচর বাজার) বিল্লাল আহমেদের ছেলে জয়নাল আহমেদ (২৯) ও সিলেট মহানগরের শাহজালাল উপশহর ২ নম্বর রোডের এইচ ব্লকের মমতাজের বাসার ভাড়াটে রিয়া আক্তার (১৯)।

গ্রেফতার আসামিদের দেয়া তথ্যমতে পরে চুরি হওয়া অটোরিকশাটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার উত্তর টিলাগাঁও (৯ নম্বর সুরমা ইউপি) আঙ্গুর মিয়ার বাড়ির উঠান থেকে উদ্ধার করে পুলিশ।

গত ১৮ জানুয়ারি সকালে দক্ষিণ সুরমার মোমিনখলা শাহজালাল সিএনজি পাম্প হতে নাঈম আহমেদ বিজয় (২৫) নামে একজনের সিএনজিচালিত অটোরিকশা (মৌলভীবাজার-থ-১১-০৩৭৮) চুরি হয়ে যায়। ঘটনার পর নাঈম আহমদ বিজয় থানায় মামলা করেন।

দু’দিনের চেষ্টায় পুলিশ এ চুরির ঘটনায় জড়িত নারীসহ তিনজনকে গ্রেফতার করে। এ ঘটনায় আরো তিন থেকে চারজন জড়িত এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।


আরো সংবাদ



premium cement