২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

কুলাউড়ায় মাটি কাটার অভিযোগে ৩টি ট্রাক জব্দ

কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ৩টি ট্রাক জব্দ করা হয়। ২২ জানুয়ারি, বুধবার। -

কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও রাস্তাঘাটের ক্ষতিসাধনসহ বিভিন্ন অপরাধে ৩টি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ট্রাক জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জয়চণ্ডীর বিভিন্ন জায়গা থেকে প্রায়ই কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি ভর্তি ৩টি ট্রাক জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, ঘটনাস্থলে সরাসরি কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যায়নি। জব্দ ট্রাকগুলো অ্যাসিল্যান্ড অফিসের সামনে রাখা হয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement