২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি আব্দুল হক, সম্পাদক উজ্জ্বল

- ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

রোববার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে ৪৫২ জন ভোটারের মধ্যে ৩৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সময় সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য এই চারটি পদে নির্বাচন হয়। বাকি আটটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা প্রদানকারী সদস্য অ্যাডভোকেট মো: আব্দুল হক ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো: আব্দুল হামিদ পেয়েছেন ১৩৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট হুমায়ুন কবীর পেয়েছেন ১৩১ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৮৮ ভোট পেয়ে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ. এস. এম মাহবুবুল হাছান তালুকদার শাহীন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো: আবুল বাশার ১৭৬ ভোট পেয়েছেন।

নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ূন কবির ৩২৭ ভোট, অ্যাডভোকেট মো: সাইদুর রহমান তালুকদার ৩০৯ ভোট, অ্যাডভোকেট মো: জুলহাস মিয়া ২৭২ ভোট, অ্যাডভোকেট মো: আফিজ মিয়া ২৫৪ ভোট, অ্যাডভোকেট রজত কান্তি সরকার ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মো: আজাদুল ইসলাম, সহ সভাপতি অ্যাডভোকেট মো: আবু বকর, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আবেদীন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রেজা, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো: আকিক মিয়া, মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা আক্তার রেখা নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানির্বাহী পরিষদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো: ছইল মিয়া। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন।


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের বিষয়ে আদেশ বুধবার খুলনায় যুবদল নেতাকে কু‌পি‌য়ে হত্যা রংপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে মেশিনপত্র কেনা হয় চায়না থেকে, বিল নেয়া হয় জার্মানির দামে ট্রাম্পের ক্ষমতাগ্রহণ নিয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাস কতটা বাস্তবিক? চৌগাছায় আওয়ামী লীগ নেতার দখল থেকে ৪৩ বিঘা জমি উদ্ধার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি শিক্ষার্থীদের নেতাকর্মীদের জিয়ার মতো বই পড়ার পরামর্শ দিলেন রিজভী ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান পথ শিশুদের মাঝে ছাত্রদলের স্কুল সামগ্রী বিতরণ অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

সকল