ভারতে রসুন পাচারের চেষ্টাকালে গ্রেফতার ২
- সুনামগঞ্জ প্রতিনিধি
- ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:১০
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পুলিশের বিশেষ অভিযানে ১৪৬ বস্তা রসুনসহ দু’চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দোয়ারাবাজারের শ্রীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সিলেটের এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার আনু মিয়া (২৭) এবং গোয়াইনঘাট থানার লাবু এলাকার নুরুজ্জামান (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে দু’হাজার পাঁচশত ৫৫ কেজি অর্থাৎ ১৪৬ বস্তা রসুন উদ্ধার করা হয়। এ সময় একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়। জব্দকৃত রসুনের বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ১১ হাজার টাকা।
এ ঘটনায় দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সুনামগঞ্জ গোয়েন্দা শাখার সহকারী পুলিশ সুপার মো: জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা