দোয়ারাবাজারে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার
- দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:০৬
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ সোনাফর আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক। এর আগে রোববার রাত পৌনে ১০টায় বাংলাবাজারের মৌলারপাড় নামক স্থানে ব্রিজের ওপর থেকে সোনাফর আলীকে আটক করা হয়।
জানা গেছে, সোনাফর আলী দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের রকিব আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনাফর আলীর হেফাজতে থাকা ৮৬ বোতল ভারতীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওসি জাহিদুল হক জানান, আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা