০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

সিলেটে ৬০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

সিলেটে আটক হওয়া দু’ব্যক্তি - ছবি : নয়া দিগন্ত

সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৬০০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে এক অভিযানে নগরীর কালিঘাট থেকে ২৯০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ এ দু’জনকে আটক করা হয়। অপর এক অভিযানে শাহপরান থানাধীন মুরাদপুর থেকে ৩০৮ বস্তা চোরাই চিনি উদ্ধার করে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে নিয়মিত পুলিশ চেকপোস্ট চলাকালে নগরীর নাইওরপুল পয়েন্টে একটি ট্রাককে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। কিন্ত ট্রাকটি না থেমে দ্রুতগতিতে চলে যায়। এরপর নগরীর কালিঘাট এলাকায় গিয়ে পুলিশ ট্রাকটি আটক করে তাদের গ্রেফতার করে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মো: হযরত আলী (৪৫) ও খুলনা জেলার ডুমুরিয়া থানার মাগুরাঘোনা গ্রামের আব্দুস সবুরের ছেলে আমিনুর রহমান (২৪)।

এ সময় তাদের কাছ থেকে ২৯০ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমুল্য ১৭ লাখ ২৪ হাজার টাকা। এ সময় চোরাইপণ্য বহনে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়।

এদিকে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে শাহপরান থানাধীন মুরাদপুর রোডের সিলেট সেনানিবাস প্রধান গেটের সামনে পাকা রাস্তার ওপর চেকপোষ্ট করে পুলিশ। তখন সুরমা গেইট বাইপাস থেকে আসা একটি ট্রাককে চেকপোস্টের কাছে থামানোর সিগন্যাল দেয়া হলে, ট্রাকটি চেকপোস্ট থেকে ২০০ গজ আগে থামায়। এ সময় তিন ব্যক্তি ট্রাক ও মালামাল রেখে পালিয়ে যায়। পরে ট্রাক থেকে ৩০৮ বস্তা ভারতীয় চোরাই চিনি আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ১১ হাজার টাকা। চোরাইপণ্য বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement