০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

- ছবি : সংগৃহীত

সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমেদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শনিবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম নয়া দিগন্তকে এ তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট মহানগরের রায়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

ফাহিম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে।

অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ফাহিম আহমেদ নিজেকে মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি এবং বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টা করেছেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। এ সময় প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী।

পরে ফাহিমের বিরুদ্ধে সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর ফাহিমকে গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করে। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে সিলেট নগরের রায়নগর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, ফাহিম আহমেদ আওয়ামী সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করেছেন।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
সমাজের গভীর বিভক্তি দূর করতে ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন গঠন প্রয়োজন অন্তর্বর্তী সরকারের অধীনে বিএনপি স্থানীয় নির্বাচন চায় না আয়কর দেন না এমন ব্যবসায়ীদের চিহ্নিত করতে এনবিআরকে নির্দেশ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল সীমান্তে বাংলাদেশীকে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ ৫ জন নিহত এনসিটিবির লট বিভ্রাটে পাঠ্যবই মুদ্রণে বিলম্ব সংস্কার শেষে ভালো অবস্থানে যাবে শেয়ারবাজার : অর্থ উপদেষ্টা ময়মনসিংহে যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ সেনাপ্রধানের হাসিনাসহ ১৬ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ জুলাই-আগস্ট গণহত্যার ন্যায়বিচার দেখতে চাই : প্রধান বিচারপতি

সকল