সিলেটে ট্রাকচাপায় কিশোর নিহত
- সিলেট ব্যুরো
- ০৩ জানুয়ারি ২০২৫, ২০:৩৬
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার পয়েন্টে ট্রাক চাপায় আজমান আলী (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের টুকেরবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।
আজমান উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে সুরুব আলীর ছেলে বলে জানা গেছে। এ সময় তার সাথে থাকা মোটরসাইকেলচালক একই গ্রামের আমির আলীর ছেলে শাওন (২১) গুরুতর আহত হয়।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই তন্ময় এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে পাথরবাহী একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। টুকেরবাজার তিন ভাই ও চার ভাই রেস্টুরেন্টের সামনে গেলে পেছন থেকে আসা মোটরসাইকেলটি ট্রাককে পাস করতে যায়। এ সময় ট্রাকের বাম দিকে পাস করার সময় মোটরসাইকেলটি পাশে থাকা অন্য একটি ব্যাটারীচালিতঅটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাকটির পেছনের চাকার নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক শাওন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর উত্তেজিত জনতা ঘাটক ট্রাকে ভাঙচুর করে সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। তখন প্রায় দেড় ঘণ্টা এ সড়কে যানচলাচল বন্ধ থাকায় রাস্তার দু'পাশে শতাধিক পর্যটকবাহী গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ এসে রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক করে।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই তন্ময় জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এছাড়া ট্রাকটিকে আটক করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা