০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সিলেটে ছাত্র-জনতার উপর হামলায় সাবেক মেয়রসহ ৬৩ জনের নামে মামলা

সিলেটে সাবেক মেয়রসহ ৬৩ জনের নামে মামলা - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরীর চৌহাট্টা পয়েন্টে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আরেক মামলায় সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ আরো ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে দ্রুত বিচার আইনে মামলাটি করেন মোগলাবাজার থানার আলমপুর মনিপুর গ্রামের কামাল হোসেন রুস্তুমের ছেলে আশিকুর রহমান ইমন (১৯)।

মামলায় উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে নগরীর চৌহাট্টায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র হামলায় মামলার বাদি গুরুতর আহত হন। দফায় দফায় পাঁচবারের বেশি সময় হাসপাতালে ভর্তি হয়ে তাকে চিকিৎসা নিতে হয়েছে। থানায় মামলা না নেয়ায় আদালতে মামলা করেন আশিকুর রহমান ইমন।

মামলার আসামিরা হলেন সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী (৫০), মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ (৩৫), সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের মোস্তাফিজুর রহমান সোহাগ (২৭), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (৩০), জেলা ছাত্রলীগ নেতা মো: আব্দুল্লাহ নাইম (২৫), আমিনুল ইসলাম শিপলু (২৭), কানাইঘাট উপজেলা ছাত্রলীগ নেতা সাদেক আহমেদ তাহের (২২), সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মো: নাইমুর রহমান (২৪), সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মো: সাহিদুর রহমান (২৮), দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ মো: আলী আহমেদ (৩০), সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা মনিন্দ্র রঞ্জন দে (৫৫), স্বেচ্ছাসেবক লীগ নেতা তুফায়েল আহমদ (২৭), মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ (৩২), জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম (৩৫), জেলা ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ (২৬), আওয়ামী লীগ নেতা জাহিদ খান সায়েক (৫৫), লোকমান হাকিম (৩৫), নাঈম আহমদ (২৮), শামীম আহমদ আলমাছ (৩২), মো: সাইদুল হক তৌকির (২৪), জিল্লুর রহমান উমেল (৩৫), সালাউদ্দিন (৩৪), আফতাব আলী, সানজিদা ইসলাম তমা, রেজা মাহবুব করিম চৌধুরী (২৮), মো: সালমান চৌধুরী (৩০), রানু মিয়া (২৬), শাহ মো: দিলওয়ার (৪২), চন্দন পাল (৪২), রশিদ আহমদ (৪৫), সায়েক আহমদ (৪৩), এনাম আহমদ (৩৮), মানসুর আহমদ চৌধুরীসহ (৩৫), অজ্ঞাত আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী অ্যাডভোকেট মোর্শেদ মিয়া মিজান।


আরো সংবাদ



premium cement