০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

দেশে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব : মোহাম্মদ সেলিম উদ্দিন

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘দেশে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব। কল্যাণ রাষ্ট্র না হওয়ায় সুবিধা বঞ্চিত মানুষদের বিত্তবানদের হাতের দিকে তাকিয়ে থাকতে হয়।’

সমাজ পরিবর্তনে খোদাভীরু নেতৃত্ব গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীতে জনগণের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

রোববার রাতে বাংলাদেশ জামায়াত ইসলামী গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাপগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক।

প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে গোটা দেশে প্রয়োজন সৎ নেতৃত্ব। কেবলমাত্র সৎ নেতৃত্ব দ্বারা পরিচালিত সরকারই দেশের মানুষের সকল চাহিদা পূরণে সক্ষম হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি, দেশের প্রখ্যাত ভূ-বিজ্ঞানি প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘নেতৃত্বে সততা ও যোগ্যতার সমন্বয় ঘটলেই দেশের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।’

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আজিজ জামামের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের নায়েবে আমির রেহান উদ্দিন রায়হান ও উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালিক।

এছাড়া অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা আমির মাওলানা ফয়জুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী, সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর প্রমুখ।

অনুষ্ঠানে ৪ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল