০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না : মুশফিকুল ফজল আনসারী

- ছবি - নয়া দিগন্ত

সিনিয়র সচিব পদমর্যাদার বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, আওয়ামী দোসরদের সাথে আপস হলে জুলাই-বিপ্লবের শহীদদের সাথে বেঈমানি করা হবে। এ দেশের ছাত্র-জনতা তা কোনোভাবেই মেনে নেবে না। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না।

আজ রোববার সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুশফিকুল ফজল আনসারী বলেন, সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সর্বোচ্চ নিরাপত্তা থাকার কথা। সেখানে আগুনে সবকিছু পুড়ে যাবে তাতে মানুষের মধ্যে প্রশ্ন জাগা স্বাভাবিক। বিষয়গুলো যথাযথভাবে চিহ্নিত করতে হবে।

বাংলাদেশের সরকার প্রধান হয়ে ড. মুহাম্মদ ইউনুসের বাড়তি পাওনা কিছু নেই বলে মনে করেন সিনিয়র সচিব মুশফিক। তিনি বলেন, সমগ্র দুনিয়ার কেন্দ্রবিন্দুতে প্রফেসর মুহাম্মদ ইউনুস। জাতির প্রয়োজনে তিনি সামনে এসে দেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন।

ড. ইউনুস প্রসঙ্গে তিনি আরো বলেন, কিছুদিন আগে নিউইয়র্ক টাইমস তাকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। নিউইয়র্কের প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান হয়। তাকে প্রশ্ন করতে গিয়ে ঘাম ঝরাতে হয়েছে সেই সেলিব্রেটি সাংবাদিককে।

মুশফিকুল ফজল আক্ষেপ করে বলেন, জাতিকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করার জন্য যারা জীবন দিতে পিছপা হননি, জাতীয় বিপ্লবে গিয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, সেসব ছাত্র-জনতার চিকিৎসার জন্য এখনও আকুতি জানাতে হবে কেন? তারা আমাদের জাতীয় বীর। বিষয়টি যাতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় সে জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি সিলেটের সম্প্রীতির অনন্য নজিরের বিষয়টি তুলে ধরে বলেন, এই সম্প্রীতির সুযোগ যাতে ফ্যাসিবাদের দোসররা নিতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, এই সিলেটেই বিপ্লব পরবর্তী সময়ে দুষ্কৃতিকারীদের হাতে লুট হওয়া ব্যবসায়ীদের মালামাল ফেরত দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০ চক্রান্ত আবার শুরু হয়েছে : মির্জা ফখরুল সিজেএফবি অ্যাওয়ার্ড পেলেন জনপ্রিয় রক-শিল্পী ইকবাল আসিফ জুয়েল যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে : রাষ্ট্রপতি গাজার জনসংখ্যা কমেছে ৬ শতাংশ : রিপোর্ট আজ থেকে খুলেছে প্রিমিয়ার লিগের জানুয়ারি ট্রান্সফার উইন্ডো প্রিমিয়ার লিগে শিরোপা জিততে মরিয়া আর্সেনাল ‘বাংলাদেশে পাকিস্তানি বাহিনী থাকার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের খবর অপপ্রচার’ ভারতের হিন্দু নারীকে মারধরের দৃশ্য বাংলাদেশের বলে অপপ্রচার ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৩

সকল