০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না : মুশফিকুল ফজল আনসারী

- ছবি - নয়া দিগন্ত

সিনিয়র সচিব পদমর্যাদার বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, আওয়ামী দোসরদের সাথে আপস হলে জুলাই-বিপ্লবের শহীদদের সাথে বেঈমানি করা হবে। এ দেশের ছাত্র-জনতা তা কোনোভাবেই মেনে নেবে না। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না।

আজ রোববার সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুশফিকুল ফজল আনসারী বলেন, সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সর্বোচ্চ নিরাপত্তা থাকার কথা। সেখানে আগুনে সবকিছু পুড়ে যাবে তাতে মানুষের মধ্যে প্রশ্ন জাগা স্বাভাবিক। বিষয়গুলো যথাযথভাবে চিহ্নিত করতে হবে।

বাংলাদেশের সরকার প্রধান হয়ে ড. মুহাম্মদ ইউনুসের বাড়তি পাওনা কিছু নেই বলে মনে করেন সিনিয়র সচিব মুশফিক। তিনি বলেন, সমগ্র দুনিয়ার কেন্দ্রবিন্দুতে প্রফেসর মুহাম্মদ ইউনুস। জাতির প্রয়োজনে তিনি সামনে এসে দেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন।

ড. ইউনুস প্রসঙ্গে তিনি আরো বলেন, কিছুদিন আগে নিউইয়র্ক টাইমস তাকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। নিউইয়র্কের প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান হয়। তাকে প্রশ্ন করতে গিয়ে ঘাম ঝরাতে হয়েছে সেই সেলিব্রেটি সাংবাদিককে।

মুশফিকুল ফজল আক্ষেপ করে বলেন, জাতিকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করার জন্য যারা জীবন দিতে পিছপা হননি, জাতীয় বিপ্লবে গিয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, সেসব ছাত্র-জনতার চিকিৎসার জন্য এখনও আকুতি জানাতে হবে কেন? তারা আমাদের জাতীয় বীর। বিষয়টি যাতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় সে জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি সিলেটের সম্প্রীতির অনন্য নজিরের বিষয়টি তুলে ধরে বলেন, এই সম্প্রীতির সুযোগ যাতে ফ্যাসিবাদের দোসররা নিতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, এই সিলেটেই বিপ্লব পরবর্তী সময়ে দুষ্কৃতিকারীদের হাতে লুট হওয়া ব্যবসায়ীদের মালামাল ফেরত দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
পুঠিয়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর সড়ক দুর্ঘটনায় গত বছর নিহত ৮৫৪৩, আহত ১২৬০৮ ঘন কুয়াশায় ব্যাহত হতে পারে বিমান চলাচল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী সৌমিক আর নেই ঘুষের মামলা : সাজা হবে ট্রাম্পের, তবে কারাগারে না পাঠানোর ইঙ্গিত কু‌ড়িগ্রা‌মে স্বস্তি ফিরেছে সবজির বাজারে, দাম কমায় খুশি ক্রেতারা ৪৩তম বিসিএসে ২৬৭ জনকে বাদ দেয়া নিয়ে যা বললেন সারজিস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি গিয়াস উদ্দিনের ইন্তেকাল মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার কুড়িগ্রামে শৈত্যপ্রবাহের বিরতি : মাঠে ফিরেছেন শ্রমজীবীরা

সকল