০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

সিলেটে সড়কে ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

- ছবি - নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জে সড়কের ওপর ফুটবল খেলতে গিয়ে বাসের ধাক্কায় আবির আহমদ (১৪) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের আব্দুল মতিন কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনার পর উত্তেজিত ছাত্র-জনতা জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।

নিহত আবির গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ও বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র ছেলে।

গণীপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল হাসান মাহমুদ বলেন, নিহত আবির হোসেন বাবু আমার স্কুলের নবম শ্রেণির ছাত্র। স্কুলে আসার পথে বেপরোয়া গেট লক বাস চাপা তাকে দিলে সে মারা যায়। এ ঘটনায় ছাত্র-জনতা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ এসে ছাত্রদের ওপর লাঠিচার্জ করে। পরে ক্ষিপ্ত হয়ে ছাত্র-জনতা সড়ক অবরোধ করে রাখে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ লাঠি নিয়ে ঘটনাস্থলে যায়নি। ছাত্রদের লাঠিচার্জের প্রশ্নই আসে না। সার্বিক পরিস্থিতি পুলিশ ভিডিও করে রেখেছে। পরিস্থিতি শান্ত হলে এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement