ভারতীয়দের গুলিতে বাংলাদেশী নিহত, পতাকা বৈঠকে বাংলাদেশের তীব্র প্রতিবাদ
- আবদুল কাদের তাপাদার, সিলেট
- ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:৫৪
সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা সীমান্তে ভারতীয় খাসিয়ারা গুলি চালিয়ে এক বাংলাদেশী যুবককে খুন করেছে। এ ঘটনায় পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ি গ্রামের মারুফ আহমদ (২০) নিহত হন।
নিহত মারুফ ঝিঙ্গাবাড়ি গ্রামের শাহান উদ্দিনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সুপারীবাগান থেকে কিছু বাংলাদেশী দিনমজুর হিসেবে কাজ করতে গেলে ভারতীয় খাসিয়ারা তাদের সাথে তর্কে জড়ায়। একপর্যায়ে খাসিয়াদের গুলিতে গুরুতর জখম হন মারুফ আহমদ। গুলিবিদ্ধ অবস্থায় তার সাথে থাকা অন্য বাংলাদেশীরা তাকে দেশে নিয়ে আসেন। আশঙ্কাজনক অবস্থায় মারুফকে বিকেলে সিলেট হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্ত কাছাকাছি হওয়ায় দিনমজুর হিসেবে বাংলাদেশী নাগরিকদের ভারতীয় খাসিয়ারা সুপারীবাগানে কাজ করতে নিয়ে যায়। কিন্তু প্রায়ই ভারতীয় নাগরিকরা বাংলাদেশীদের প্রাপ্য মজুরি না দিয়ে নানা ঝামেলা সৃষ্টি করে।
ভারতীয় খাসিয়ার গুলিতে মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান। তিনি জানান, বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে বাংলাদেশি যুবকের হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা