২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিএসএফের ধরে নিয়ে যাওয়া ১৪ বাংলাদেশী ভারতের কারাগারে

বিএসএফ’র হাতে আটক ১৪ বাংলাদেশী ভারতের কারাগারে - সংগৃহীত

সিলেটের জাফলং সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া ১৪ বাংলাদেশী যুবককে ভারতের কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ১৩ জনের পরিচয় মিলেছে বলে নিশ্চিত করেছে বিজিবি। এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে ভারতীয় মেঘালয়ের ডাউকি জোনের সীমান্ত থেকে তাদের আটক করে বিএসএফ। তবে এখনো মুখ খুলতে রাজি হচ্ছে না আটকদের পরিবার।

বুধবার ভারতের ডাউকি পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একইসাথে ঘটনার দুই দিন পর বুধবার সকালে বিজিবির পক্ষ থেকেও আটক হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ তামাবিল বিওপির নিকটবর্তী ১২৭৪/৭ এস পিলার অতিক্রম করে সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় চিনির গুদাম থেকে ১৪ বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ ৪/নানকিং ক্যাম্প সদস্যরা। বাংলাদেশী চোরাকারবারিরা আটকের খবর জানার পর ভারতীয় চোরাকারবারিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন। তবে বাংলাদেশী চোরাকারবারিরা তাৎক্ষণিকভাবে বিজিবিকে না জানিয়ে গোপনে আটকদের ছাড়িয়ে আনার চেষ্টা করলে ভারতীয় চোরাকারবারিরা তাদের ছেড়ে দিতে ৯ লাখ টাকা চাঁদা দাবি করে। বাংলাদেশী চোরাকারবারিরা টাকা দিতে বিলম্ব করায় সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদের ভারতীয় পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়। তারা বর্তমানে ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আটকদের পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

আটকরা হলেন- জৈন্তাপুর উপজেলার ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ (২০), গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আয়ুব আলীর ছেলে শামীম আহমদ (২১), একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ (২২), জাফলং তামাবিল এলাকার মতিন মিয়ার ছেলে নয়ন আহমদ (১৯), জৈন্তাপুর উপজেলার মোস্তফা মিয়ার ছেলে সজিব আহমদ (১৯), একই উপজেলার গুচ্ছগ্রামের মোস্তফা মিয়ার ছেলে মোবারক হোসেন (১৯), ইলাল মিয়ার ছেলে আরিফ আহমদ (১৯), দুলতিপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম (১৯), শ্রীপুর গ্রামের জামরুল মিয়ার ছেলে মো: রুবেল (২৫), জৈন্তাপুরের বিল্লাল হোসেনের ছেলে রুহুল (২০), গুচ্ছগ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে রনি (১৯) ও একই এলাকার বাসির মিয়ার ছেলে সোহাগ (১৯)। অপর একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান বলেন, ভারতের ৪ বিএসএফ -এর কমাড্যান্টের সাথে আলোচনা হয়েছে।

বিএসএফ জানিয়েছে, ২৩ ডিসেম্বর রাত ৪টায় তামাবিল সীমান্তের বিপরীতে ভারতের ডাউকি এলাকায় ১৪ জন বাংলাদেশীকে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে আটক দেখানো হয়েছে। পরে তাদের জিঙ্গাসাবাদ শেষে ডাউকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় ভারতীয় বিএসএফ।


আরো সংবাদ



premium cement
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ ডলারের বিপরীতে রুপির পতন অব্যাহত চট্টগ্রাম বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমান জব্ধ! নির্বাচনী অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে সচিবালয়ে আগুনের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ভারতীয়দের গুলিতে বাংলাদেশী নিহত, পতাকা বৈঠকে বাংলাদেশের তীব্র প্রতিবাদ আফগানিস্তানে শুধু নারীদের জন্য ফটো স্টুডিও চালু আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের আহবান বিসিএস কৃষি অ্যাসোসিয়েশন ‘শেখ হাসিনা পালিয়ে গেছে, খালেদা জিয়া কখনো পালায়নি’ ছাত্রদলের জবি কমিটি বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল ঈগল

সকল