২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সবাই এগিয়ে আসতে হবে’

- ছবি - নয়া দিগন্ত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ‘আমরা সঠিক মানুষকে সঠিক সম্মান দিতে জানি না বলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমরা নতুন সমাজ বিনির্মাণে কাজ করছি, যেখানে বীর মুক্তিযোদ্ধা তার সঠিক সম্মান পাবে, স্কুলশিক্ষক তার সঠিক সম্মান পাবে এখানে হিংসা করার কিছু নেই।’

আজ বুধবার সকালে সুনামগঞ্জের দিরাইয়ে সপ্তাহব্যাপী গণসংযোগের শেষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে স্বসম্মানের সহিত সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। তাদের ভালো রাখাই আমাদের কর্তব্য। সমাজের ধনীদের ওপর গরিবের অধিকার আছে। সেই কর্তব্য এবং অধিকারের জায়গা থেকে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পরিবর্তনে জন্য আমাদের সবারই কাজ করা দরকার।’

তিনি আরো বলেন, ‘সামাজিক ছোটখাটো কাজ করতে সরকারের জন্য অপেক্ষা করা লাগে না। নিজেরাই দায়িত্ব নিয়ে কিছু কাজ করা যায়। এসব কাজের মাধ্যমে অন্যকে সম্মান দিতে পারলে নিজেকে সম্মানিত মনে হয়। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সবাই এগিয়ে আসতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: উজ্জ্বল খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুল কুদ্দুস, নায়েবে আমির মাওলানা কামাল হোসেন, সেক্রেটারি মো: আল আমিন, সমাজসেবক ফিরোজ খান, ডা. মিজানুর রহমান, ডাক্তার দবিরুল ইসলাম, দিরাই সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাশি দাস, রুহেল সর্দার, সহকারী শিক্ষক নরোত্তম রায়, পুর্নেন্দু চক্রবর্তী, সাংবাদিক ইমরান হোসাইন, উবাইদুল হক, মোশাহিদ আহমদ, সিলেট রিকাবীবাজার ইবনে সিনার ইনচার্জ রেজাউল ইসলাম, লন্ডন প্রবাসী আরাফাত মিজান প্রমুখ।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে দিরাই উপজেলার ১০ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়। হুইলচেয়ার বিতরণ শেষে দুপুর ১২টায় উপজেলা গণমিলনায়তনে এলাকার ইমাম-মুয়াজ্জিনসহ কওমি উলামায়ে কেরামের সাথে এক মতবিনিময় সভায় অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement
নির্বাচনী অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে সচিবালয়ে আগুনের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ভারতীয়দের গুলিতে বাংলাদেশী নিহত, পতাকা বৈঠকে বাংলাদেশের তীব্র প্রতিবাদ আফগানিস্তানে শুধু নারীদের জন্য ফটো স্টুডিও চালু আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের আহবান বিসিএস কৃষি অ্যাসোসিয়েশন ‘শেখ হাসিনা পালিয়ে গেছে, খালেদা জিয়া কখনো পালায়নি’ ছাত্রদলের জবি কমিটি বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল ঈগল ইমরান খানের মুক্তির দাবি ট্রাম্পের বিশেষ দূতের বিদেশে পালানোর চেষ্টা : নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার জামায়াত-শিবিরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা অধ্যক্ষের অপসারণ দাবি

সকল