২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

- ছবি : নয়া দিগন্ত

সিলেট-তামাবিল সড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার বেলা ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ধামড়ি বিলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তাতিকোনা গ্রামের সৈয়দ জুনেদ আলমের ছেলে সৈয়দ মোখলেছ মোহন (১৭), একই গ্রামের সৈয়দ জাহাঙ্গীর আলমের ছেলে তাহমিদ আহমদ (২০) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ খলাবাড়ি গ্রামের আবদুল হাশিমের ছেলে হাফিজুর রশিদ (১৯)।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে সুনামগঞ্জের ছাতক পৌর ছাত্রদলের ব্যানার লাগানো ছিল। এতে তারা ধারণা করছেন হতাহতরা পৌর ছাত্রদলের নেতাকর্মী হতে পারেন। তারা কয়েকজন প্রাইভেটকারে ডিবির হাওর শাপলা বিল ঘুরে ফেরার পথে দুর্ঘটনায় কবলিত হয়েছেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো: বদরুজ্জামান বলেন, সিলেটগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তাদের মধ্যে একজন মারা গেছেন।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুহিবুর রহমান বলেন, হাসপাতালে আনার পর দুইজনের মধ্যে একজন মারা গেছেন।


আরো সংবাদ



premium cement

সকল