১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি এডিসি দস্তগীর গ্রেফতার

মো: সাদেক দস্তগীর কাউছার - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: সাদেক দস্তগীর কাউছারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (১৮ডিসেম্বর) বিকেলে শেরপুর জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বুধবার বিকেলে তুরাব হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলা হবে।’

এ নিয়ে তুরাব হত্যা মামলার দু’জন আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। এর আগে গত ১৮ নভেম্বর মামলার অন্যতম আসামি পুলিশ কনস্টেবল উজ্জল সিনহাকে ঢাকা থেকে গ্রেফতার করেছিল পিবিআই।

চলতি বছরের ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে সড়কে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এ টি এম তুরাব। ওই দিন সন্ধ্যায় নগরীর ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। সদ্য বিবাহিত তুরাব দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ছিলেন।

নিহতের এক মাস পর (১৯ আগস্ট) নিহতের ভাই আবুল আহসান মো: আজরফ (জাবুর) সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রধান করে পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।


আরো সংবাদ



premium cement
রাখাইন রাজ্যে সংঘর্ষে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন শিক্ষার্থীরা আরবি ভাষা শিখলে উন্নয়নে অবদান রাখতে পারবে বিসিএসের আবেদনে চিকিৎসকদের বয়স ৩৪ করা হোক : ড্যাব জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ শিক্ষার্থী গুপ্তহত্যায় ছাত্রশিবিরের উদ্বেগ যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দাবি শিশু বিশেষজ্ঞদের ‘বাংলাদেশের উপজেলাসমূহের ডিজিটাল মানচিত্র প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার বাংলাদেশকে আরো ৭৫০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে আইএমএফ তদন্তে বেরিয়ে এলো মা-মেয়ে হত্যার লোমহর্ষক কাহিনী বিকল্প টুর্নামেন্টের চিন্তা করছে বাফুফে যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা চুয়াডাঙ্গার বিএনপি নেতাকে কুপিয়ে জখম

সকল