১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

১৯ দিন বন্ধ থাকার পর কুলাউড়া শুল্ক স্টেশনে রফতানি শুরু

মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর শুল্ক স্টেশন - ছবি : নয়া দিগন্ত

১৯ দিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর শুল্ক স্টেশনে রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনে এ কার্যক্রম শুরু হয়। রফতানি কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিন দু’কোটি টাকার মাছ রফতানি হয় ভারতে।

সীমান্তের ওপারে কৈলাশহরের ইসকনের বিক্ষোভের জের ধরে ২৭ নভেম্বর থেকে চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ শুল্ক স্টেশনের বিপরীত পাশে ভারতের ত্রিপুরা রাজ্য পড়েছে। এর আগে ১৮ দিন বন্ধ থাকার পর গত রোববার জুড়ী উপজেলার বটুলি শুল্ক স্টেশনে আমদানি ও রফতানি শুরু হয়।

চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘গত সোমবার রাতে সীমান্তের ওপারের শুল্ক স্টেশনের কর্মকর্তারা রফতানি কার্যক্রম পুনরায় চালু করার সঙ্কেত দেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মাছ রফতানি করা হয়। এ সময় ৮২ হাজার ৮০০ কেজি মাছ রফতানি করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দু’কোটি টাকা। তবে এই শুল্ক স্টেশনে কোনো পণ্য আমদানি হয় না।’

সহকারী রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান আরো বলেন, ‘গত ১৯ দিন রফতানি বন্ধ থাকলেও শুল্ক স্টেশনের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশে যাত্রীদের যাতায়াত অব্যাহত রয়েছে।’

ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট জসিম উদ্দিন বলেন, ‘আজ এক কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৬৪ হাজার ৩০০ টন মাছ রফতানি করেছেন। এর আগে রফতানি বন্ধ হওয়ায় বেশ ক্ষতির মুখে পড়েন তারা।’


আরো সংবাদ



premium cement
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল শেখ হাসিনা-রেহানা পরিবারের দুর্নীতির অনুসন্ধানে দুদক দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে ড. ইউনূসের ভূমিকার প্রশংসা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা কাগজ সঙ্কটে বিনামূল্যের পাঠ্যবই ছাপা বন্ধ আব্বাস আলী খান তাকওয়ার জীবনযাপনে ছিলেন সচেতন : ডা: শফিক আশা করতে পারেন ২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন গাজা ও পশ্চিমতীরে ১৩ হাজার শিক্ষার্থী হত্যা স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও লেজ রয়ে গেছে : তারেক সুষ্ঠু নির্বাচন নিয়ে সঙ্কটের উত্তরণ বলছে বিএনপি নির্বাচনে প্রস্তুত ইসি, ব্যালটেই হবে ভোট

সকল