০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১,
`

সিলেটে নভেম্বরে ২৯ সড়কে দুর্ঘটনায় নিহত ৩২

সিলেটে নভেম্বরে ২৯ সড়কে দুর্ঘটনায় নিহত ৩২ - ছবি : সংগৃহীত

চলতি বছরের নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

নিহতের মধ্যে ১৭ জনই মোটরসাইকেলচালক ও আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়।

এতে জানা যায়, নভেম্বর মাসে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

সুনামগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছে। আর মৌলভীবাজার জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

নিসচা-এর সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানিয়েছেন, ‘পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দু’টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।’

এছাড়া নভেম্বর মাসে নিহত ৩২ জনের মধ্যে ২৪ পুরুষ, পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, অক্টোবর মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছিলেন।


আরো সংবাদ



premium cement
ময়মনসিংহে বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ক্যারিয়ারের প্রথম লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ নয়ার ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু নতুন নকশার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক ভারতের ‘দিল্লি চলো’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ বকশীগঞ্জে মোটরসাইকেলসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার ট্যুরিজমকে এগিয়ে নিতে সরকার কাজ করছে : উপদেষ্টা হাসান আরিফ বাবার কবর জিয়ারত করলেন নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের লাশ উদ্ধার ওসমানীতে বিমানের সিটের নিচ থেকে ১.২৬৬ কেজি স্বর্ণ উদ্ধার

সকল