০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১,
`

সিলেটে নভেম্বরে ২৯ সড়কে দুর্ঘটনায় নিহত ৩২

সিলেটে নভেম্বরে ২৯ সড়কে দুর্ঘটনায় নিহত ৩২ - ছবি : সংগৃহীত

চলতি বছরের নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

নিহতের মধ্যে ১৭ জনই মোটরসাইকেলচালক ও আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়।

এতে জানা যায়, নভেম্বর মাসে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

সুনামগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছে। আর মৌলভীবাজার জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

নিসচা-এর সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানিয়েছেন, ‘পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দু’টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।’

এছাড়া নভেম্বর মাসে নিহত ৩২ জনের মধ্যে ২৪ পুরুষ, পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, অক্টোবর মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছিলেন।


আরো সংবাদ



premium cement
বাবার কবর জিয়ারত করলেন নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের লাশ উদ্ধার ওসমানীতে বিমানের সিটের নিচ থেকে ১.২৬৬ কেজি স্বর্ণ উদ্ধার ‘বৈষম্যমুক্ত সমাজ গড়তে ইসলামী শ্রম আইনের বিকল্প নেই’ সৌদিয়া এয়ারলাইন্স বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণ করছে শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত, আহত ৩ ভারত ভিসা না দিলে তাদেরই ক্ষতি বেশি : নৌপরিবহন উপদেষ্টা সাদুল্লাপুরে ফেসবুকে মহানবীকে অবমাননা, হিন্দু যুবক আটক সিরাজগঞ্জে চাকরিচ্যুত কনস্টেবলসহ ৭ ডাকাত আটক লক্ষ্মীপুরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সকল