১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে নভেম্বরে ২৯ সড়কে দুর্ঘটনায় নিহত ৩২

সিলেটে নভেম্বরে ২৯ সড়কে দুর্ঘটনায় নিহত ৩২ - ছবি : সংগৃহীত

চলতি বছরের নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

নিহতের মধ্যে ১৭ জনই মোটরসাইকেলচালক ও আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়।

এতে জানা যায়, নভেম্বর মাসে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

সুনামগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছে। আর মৌলভীবাজার জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

নিসচা-এর সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানিয়েছেন, ‘পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দু’টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।’

এছাড়া নভেম্বর মাসে নিহত ৩২ জনের মধ্যে ২৪ পুরুষ, পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, অক্টোবর মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছিলেন।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশকে জড়িয়ে ভারতীয়দের অপতথ্যের প্রবাহের নেপথ্যে তারকা ত্রয়ীর গোলে জয় রিয়াল মাদ্রিদের আজ শুরু ১১তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সামরিক সংলাপ পাকিস্তানের পুরনো ভিডিওকে বাংলাদেশে মন্দির ভাঙচুরের দৃশ্য দাবি করে প্রচার মিলার তাণ্ডব ও লিন্ডের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার জয় ওয়াকফ : মুসলিমদের পাশে দাঁড়ানোর বার্তা খ্রিস্টান নেতাদের ভারতের গোয়েন্দা কর্মকর্তাই ছড়িয়েছেন বোমাতঙ্ক! সিরিয়ার ৮০ ভাগ সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছে ইসরাইল পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধানের বিরুদ্ধে কোর্ট-মার্শাল শুরু সিরিয়ার মানবিজে মার্কিন ও তুর্কি গ্রুপের মধ্যে যুদ্ধবিরতি স্টেডিয়াম থেকে বের করে দেয়া হলো ভারতীয় সমর্থককে

সকল