০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১,
`

সিলেটে নভেম্বরে ২৯ সড়কে দুর্ঘটনায় নিহত ৩২

সিলেটে নভেম্বরে ২৯ সড়কে দুর্ঘটনায় নিহত ৩২ - ছবি : সংগৃহীত

চলতি বছরের নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

নিহতের মধ্যে ১৭ জনই মোটরসাইকেলচালক ও আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়।

এতে জানা যায়, নভেম্বর মাসে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

সুনামগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছে। আর মৌলভীবাজার জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

নিসচা-এর সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানিয়েছেন, ‘পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দু’টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।’

এছাড়া নভেম্বর মাসে নিহত ৩২ জনের মধ্যে ২৪ পুরুষ, পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, অক্টোবর মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছিলেন।


আরো সংবাদ



premium cement
আজ থেকে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন মতপার্থক্য থাকলেও পরস্পরের শত্রু নই হাসিনাকে ফেরাতে নীলনকশা দিল্লিতে! সিরিয়ার হামা শহর দখলের দ্বারপ্রান্তে বিদ্রোহী যোদ্ধারা রাষ্ট্রপতির সাথে হাইকোর্টের নতুন ২২ বিচারপতির সাক্ষাৎ আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ বড় শিল্পগোষ্ঠী গবেষণায় কোনো অর্থ ব্যয় করে না : অর্থ উপদেষ্টা ট্রাম্প প্রশাসনের সাথে কাজে সমস্যা হবে না এস আলমমুক্ত ৬ ব্যাংকে এলসি খোলার শর্ত প্রত্যাহার ‘বর্ষা বিপ্লব’ বনাম বাংলাদেশ ও ভারতের ক্রমবর্ধমান উত্তেজনা শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

সকল