০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সিলেটে নভেম্বরে ২৯ সড়কে দুর্ঘটনায় নিহত ৩২

সিলেটে নভেম্বরে ২৯ সড়কে দুর্ঘটনায় নিহত ৩২ - ছবি : সংগৃহীত

চলতি বছরের নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

নিহতের মধ্যে ১৭ জনই মোটরসাইকেলচালক ও আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়।

এতে জানা যায়, নভেম্বর মাসে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

সুনামগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছে। আর মৌলভীবাজার জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

নিসচা-এর সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানিয়েছেন, ‘পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দু’টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।’

এছাড়া নভেম্বর মাসে নিহত ৩২ জনের মধ্যে ২৪ পুরুষ, পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, অক্টোবর মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছিলেন।


আরো সংবাদ



premium cement
যেভাবে কাটে বাশার আল আসাদের শেষ কয়েক ঘণ্টা এভারকেয়ার হসপিটালে হাঁটু প্রতিস্থাপন সার্জারিবিষয়ক মতবিনিময় সভা কুয়েটের ৫ শিক্ষক সাময়িক বরখাস্ত শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার আদেশ প্রকাশ সিরিয়ার ভারী সমরাস্ত্রগুলো ধ্বংস করে দেবে ইসরাইল বিজেপি নেতার মিথ্যাচারের প্রতিবাদে বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা ভোটার তালিকা প্রণয়নে ‘আপগ্রেড’ চায় বিএনপি সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত ড. ইউনূসের হাসিনার বক্তব্যে অসন্তুষ্ট বাংলাদেশ, ভারতকে বার্তা ভারতে আ’লীগের ৪ নেতা গ্রেফতারের ঘটনায় সারা দেশ তোলপাড় বিশ্বব্যাপী মানবাধিকার বিপন্ন : নেপথ্যে কারা

সকল