০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১,
`

সিলেটে নভেম্বরে ২৯ সড়কে দুর্ঘটনায় নিহত ৩২

সিলেটে নভেম্বরে ২৯ সড়কে দুর্ঘটনায় নিহত ৩২ - ছবি : সংগৃহীত

চলতি বছরের নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

নিহতের মধ্যে ১৭ জনই মোটরসাইকেলচালক ও আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়।

এতে জানা যায়, নভেম্বর মাসে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

সুনামগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছে। আর মৌলভীবাজার জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

নিসচা-এর সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানিয়েছেন, ‘পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দু’টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।’

এছাড়া নভেম্বর মাসে নিহত ৩২ জনের মধ্যে ২৪ পুরুষ, পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, অক্টোবর মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছিলেন।


আরো সংবাদ



premium cement
নিউজিল্যান্ডে ৩ পর্বতারোহীর মৃত্যু সিংগাইরে টমেটোক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার শেষ ম্যাচ জিতে ধবলধোলাই থেকে বাঁচল জিম্বাবুয়ে প্রথম দিনে সমানে সমান দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেবে অস্ত্র মামলায় গ্রেফতার স্কুলছাত্র ক্লাব বিশ্বকাপে মুখোমুখি নেইমার-ভিনিসিউস আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির গ্লোবাল লিগের ফাইনালে রংপুর রাইডার্স ‘এই পদ্মা এই মেঘনা’ গানের আবু জাফর আর নেই এবার প্রেসিডেন্ট ইউনের বিপক্ষে দাঁড়ালেন দক্ষিণ কোরীয়ার শাসক দলের প্রধান

সকল