১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমানা পিলার ১২৫১-এর ওপারে লাশটি পাওয়া যায়।

নিহত আশরাফ উপজেলার বালুচর গ্রামের মরহুম শামসুদ্দিনের ছেলে।

নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্তের ওপার থেকে লাকড়ি সংগ্রহ করতে যান আশরাফ উদ্দিন। ওই দিন তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। একপর্যায়ে কালাইরাগ সীমানা পিলার ১২৫১-এর দু’ শ’ ফুট ভেতরে ভারতের অংশে তার লাশ দেখতে পান তারা। পরে খবর দিলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আসে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘লাশ উদ্ধার করতে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ লাশ গ্রহণ করে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরের জখমের চিহ্ন থাকলেও সেগুলো গুলির কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।’

তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, নিহতের শরীরে স্পষ্ট গুলির চিহ্ন দেখা গেছে।


আরো সংবাদ



premium cement
গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ : উপদেষ্টা নাহিদ দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে : খাদ্য উপদেষ্টা ইতিহাসের সর্বনিম্ন দরে ভারতীয় রুপি স্তন ক্যান্সার শনাক্তে ভূমিকা রাখবে এআই! গরুর গোশত না রাখা হোটেল বর্জনের দাবিতে সমাবেশ ডলার বিনিময় হার সংস্কার নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক-আইএমএফ শাহিন বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে অসহায় পরিবার চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বে সফরের উদ্বোধন করেছেন ক্রীড়া উপদেষ্টা সিরীয়দের আশ্রয় আবেদন স্থগিত করেছে জার্মানি রাজবাড়ীতে আ’লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার সিরিয়ার দেড় কোটিরও বেশি মানুষের জরুরি সাহায্য দরকার

সকল