০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১,
`

সিলেটে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমানা পিলার ১২৫১-এর ওপারে লাশটি পাওয়া যায়।

নিহত আশরাফ উপজেলার বালুচর গ্রামের মরহুম শামসুদ্দিনের ছেলে।

নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্তের ওপার থেকে লাকড়ি সংগ্রহ করতে যান আশরাফ উদ্দিন। ওই দিন তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। একপর্যায়ে কালাইরাগ সীমানা পিলার ১২৫১-এর দু’ শ’ ফুট ভেতরে ভারতের অংশে তার লাশ দেখতে পান তারা। পরে খবর দিলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আসে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘লাশ উদ্ধার করতে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ লাশ গ্রহণ করে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরের জখমের চিহ্ন থাকলেও সেগুলো গুলির কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।’

তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, নিহতের শরীরে স্পষ্ট গুলির চিহ্ন দেখা গেছে।


আরো সংবাদ



premium cement
ভারতের সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান মামুনুল হকের বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত ঢাবিতে জনসাধারণের মতামত নিতে পরামর্শ বাক্স ও ই-মেইল উদ্বোধন ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ ‘আল-কুরআনের মোহময় সুরে প্রকম্পিত বরিশালের ময়দান’ বশেমুরকৃবি’তে বিএস ও ডিভিএম প্রোগ্রামে ভর্তি শুরু ৯ ডিসেম্বর জামালপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতার, সম্পাদক জহুরুল চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত ‘ভারতকে দেয়া মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি বাতিল করতে হবে’ স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অলআউট ভারত

সকল