০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১,
`

সিলেটে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমানা পিলার ১২৫১-এর ওপারে লাশটি পাওয়া যায়।

নিহত আশরাফ উপজেলার বালুচর গ্রামের মরহুম শামসুদ্দিনের ছেলে।

নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্তের ওপার থেকে লাকড়ি সংগ্রহ করতে যান আশরাফ উদ্দিন। ওই দিন তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। একপর্যায়ে কালাইরাগ সীমানা পিলার ১২৫১-এর দু’ শ’ ফুট ভেতরে ভারতের অংশে তার লাশ দেখতে পান তারা। পরে খবর দিলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আসে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘লাশ উদ্ধার করতে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ লাশ গ্রহণ করে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরের জখমের চিহ্ন থাকলেও সেগুলো গুলির কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।’

তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, নিহতের শরীরে স্পষ্ট গুলির চিহ্ন দেখা গেছে।


আরো সংবাদ



premium cement
চলো চলো দিল্লি চলো : পাঞ্জাবের কৃষকদের ডাক আসাদের প্রতিরক্ষা ধসে পড়েছে, দামেস্ক প্রবেশ করছে বিদ্রোহীরা আফগান সীমান্তের কাছে সংঘর্ষ, ৬ পাকিস্তানি সৈন্য, ২২ উগ্রবাদী নিহত ভারতের চিন্তা বাড়িয়ে ওলির চীন সফর অনেক কোম্পানির ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে নেই জবাবদিহিতা প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সরকার দরকার ৯ কারাগারে ৭৫ ভিআইপি বন্দী ন্যায়বিচার দেশের প্রতিটি কোণে পৌঁছে দিতে হবে : প্রধান বিচারপতি উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প অনুমোদন হবে না : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : ডা: শফিক আন্তর্জাতিক গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন হচ্ছে : শফিকুল আলম

সকল