০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১,
`

সিলেটে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমানা পিলার ১২৫১-এর ওপারে লাশটি পাওয়া যায়।

নিহত আশরাফ উপজেলার বালুচর গ্রামের মরহুম শামসুদ্দিনের ছেলে।

নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্তের ওপার থেকে লাকড়ি সংগ্রহ করতে যান আশরাফ উদ্দিন। ওই দিন তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। একপর্যায়ে কালাইরাগ সীমানা পিলার ১২৫১-এর দু’ শ’ ফুট ভেতরে ভারতের অংশে তার লাশ দেখতে পান তারা। পরে খবর দিলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আসে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘লাশ উদ্ধার করতে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ লাশ গ্রহণ করে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরের জখমের চিহ্ন থাকলেও সেগুলো গুলির কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।’

তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, নিহতের শরীরে স্পষ্ট গুলির চিহ্ন দেখা গেছে।


আরো সংবাদ



premium cement
ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ : উদ্ধারকারী সংস্থা বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে : শফিকুল আলম আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা আনতে মাঠে নামছে বাংলাদেশ ‘শেখ হাসিনা প্যাথলজিক্যাল খুনি’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিলের ঘোষণা আরএসএসের পাবনায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা চ্যালেঞ্জের মধ্যেই আগামী বছর রাজনৈতিক পালাবদল হবে : উপদেষ্টা নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ আইভরি কোস্টে মিনিবাসের সংঘর্ষে নিহত ২৬ নরসিংদীতে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ২ আশুলিয়ায় পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

সকল