১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমানা পিলার ১২৫১-এর ওপারে লাশটি পাওয়া যায়।

নিহত আশরাফ উপজেলার বালুচর গ্রামের মরহুম শামসুদ্দিনের ছেলে।

নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্তের ওপার থেকে লাকড়ি সংগ্রহ করতে যান আশরাফ উদ্দিন। ওই দিন তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। একপর্যায়ে কালাইরাগ সীমানা পিলার ১২৫১-এর দু’ শ’ ফুট ভেতরে ভারতের অংশে তার লাশ দেখতে পান তারা। পরে খবর দিলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আসে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘লাশ উদ্ধার করতে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ লাশ গ্রহণ করে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরের জখমের চিহ্ন থাকলেও সেগুলো গুলির কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।’

তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, নিহতের শরীরে স্পষ্ট গুলির চিহ্ন দেখা গেছে।


আরো সংবাদ



premium cement
সিঙ্গাপুরের মন্ত্রী ফু’র সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন শুক্রবার রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে কাতারের জোরালো সহযোগিতা চাইলেন হাই-রিপ্রেজেন্টেটিভ কুমিল্লায় অধ্যক্ষের পদায়ন নিয়ে সংঘর্ষে আহত ৫ সাবেক এমপি ফজলে করিম তিন মামলায় শ্যোন অ্যারেস্ট তৃতীয় ওয়েস্টার্ন গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট সম্পন্ন বিজয় দিবসের দিন মানিক মিয়া এভিনিউতে হবে ‘সার্বজনীন কনসার্ট’ চৌগাছায় নিখোঁজের দু’দিন পর গৃহবধূর লাশ উদ্ধার গুম-খুন-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত : মৎস্য উপদেষ্টা

সকল