০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

সিলেটে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমানা পিলার ১২৫১-এর ওপারে লাশটি পাওয়া যায়।

নিহত আশরাফ উপজেলার বালুচর গ্রামের মরহুম শামসুদ্দিনের ছেলে।

নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্তের ওপার থেকে লাকড়ি সংগ্রহ করতে যান আশরাফ উদ্দিন। ওই দিন তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। একপর্যায়ে কালাইরাগ সীমানা পিলার ১২৫১-এর দু’ শ’ ফুট ভেতরে ভারতের অংশে তার লাশ দেখতে পান তারা। পরে খবর দিলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আসে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘লাশ উদ্ধার করতে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ লাশ গ্রহণ করে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরের জখমের চিহ্ন থাকলেও সেগুলো গুলির কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।’

তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, নিহতের শরীরে স্পষ্ট গুলির চিহ্ন দেখা গেছে।


আরো সংবাদ



premium cement
ধর্মীয় নেতাদের সাথে বিকেলে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা ভারতীয় শাড়ি আগুনে পুড়ে প্রতিবাদ জানালেন রিজভী বিএনপি নেতার বাড়িতে চেতনানাশক দিয়ে ডাকাতি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা বরিশালে আন্তর্জাতিক কিরাত মাহফিল শুক্রবার অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার ইতালির অধিনায়ক পলাতক পুলিশ কর্মকর্তাদের অবস্থান এখনো শনাক্ত হয়নি : আইজিপি বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত : স্বরাষ্ট্র উপদেষ্টা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উন্নয়ন প্রকল্প কাটছাঁট, বরাদ্দে বড় ধরনের সংকোচন বাংলাদেশ-বিরোধী বিক্ষোভ করায় চেন্নাইয়ে গ্রেফতার ৫০০ কেমন আছেন সাবেক ছিটমহলবাসী?

সকল