০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

‘কোনো ধরনের উস্কানিতে জনগণ পা দিবে না’

জামায়াতের থানা দায়িত্বশীলদের সমাবেশে সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

‘কোনো ধরনের উস্কানিতে জনগণ পা দিবে না’ বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, সকল দেশপ্রেমিক আজ দেশ গঠনে ঐক্যবদ্ধ।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীলদের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার রক্তস্নাত জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। প্রতিবেশী দেশের কতিপয় মিডিয়া ও উগ্রবাদী সংগঠনের নেতারা উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল