সিলেটে পরকীয়া প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড
- এম জে এইচ জামিল, সিলেট
- ২৮ নভেম্বর ২০২৪, ১৮:৪৯
সিলেটের গোয়াইনঘাটে স্বামী হত্যা মামলায় স্ত্রীর পরকীয়া প্রেমিকসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ
দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় দেন।
সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আবাসিক হোটেলে নিয়ে ইমরানকে হত্যার দায়ে স্ত্রী খুশনাহার ও পরকীয়া প্রেমিক নাদিমসহ এক সহযোগিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
আদালতের বেঞ্চ সহকারী কবির হোসেন জানান, ‘২০২৩ সালের ১৬ এপ্রিল সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার জাফলং বাল্লাঘাটের রিভারভিউ আবাসিক হোটেলের নিচ থেকে ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় পালিয়ে যায় তার স্ত্রী।’
তিনি আরো জানান, ‘নিহতের নাম আল ইমরান (৩৩)। তিনি কিশোরগঞ্জের নিকলির আব্দুল জব্বারের ছেলে। পরে গোয়াইনঘাট থানায় মামলা করেন জব্বার। দীর্ঘ তদন্ত ও সাক্ষীদের জবানবন্দি শেষে মামলাটির রায় দিয়েছেন আদালত।’
মামলার রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন নিহতের স্ত্রী খুশনাহার (২২), পরকিয়া প্রেমিক নাদিম (১৯) ও তার সহযোগি মাহমুদুল হাসান (২২)।
অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, ‘রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। হত্যায় জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা