আইনজীবী সাইফুল হত্যায় সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের প্রতিবাদ
- এম জে এইচ জামিল, সিলেট
- ২৭ নভেম্বর ২০২৪, ২১:১৭
চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ জানিয়েছে সিলেটের ল’ইয়ার্স কাউন্সিল।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সিলেট আদালত চত্বরে মানববন্ধনের মাধ্যমে এ প্রতিবাদ জাানানো হয়।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো: আলীম উদ্দীনের সভাপতিত্বে ও কাউন্সিল নেতা অ্যাডভোকেট মাসহুদ আহমদ মহসিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারি অ্যাডভোকেট মো: আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট জোহরা জেসমিন, অ্যাডভোকেট মো: রবিউল ইসলাম, অ্যাডভোকেট সেলিম মো: আলী আসগর, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট রহমত আলী, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী রেদওয়ান, অ্যাডভোকেট মুমিনুজ্জামান ও অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের মদদপুষ্ট উগ্রবাদী সংগঠন ইসকনের সমর্থকরা চট্টগ্রামে আইনজীবী সাইফুলকে হত্যা করেছে। এ বর্বরতার মাধ্যমে তারা প্রমাণ করেছে ইসকন উগ্রবাদী সংগঠন। অবিলম্বে সাইফুল ইসলাম আলিফের হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা