২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২

- ছবি : নয়া দিগন্ত

সিলেটের সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ভারত থেকে আসা দু’জন অবৈধ অনুপ্রবেশকারী আটকসহ প্রায় ৬৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

রোববার এর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো: আসাদুন্নবী।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৩ ও ২৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তের অন্তর্ভুক্ত বিওপিসমূহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযানসহ বিশেষ অভিযান পরিচালনা করে।

১৯ বিজিবি সূত্রে বলা হয়, রোববার জৈন্তাপুর ও সুরাইঘাট এবং সোনারখেওর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্নমানের চিটা গুড় ৫ হাজার ৫০০ কেজি, ভারতীয় চিনি ৭০০ কেজি, পাতার বিড়ি ৪২ হাজার ০০০ পিস এবং ১টি টাটা মাঝারি ট্রাক আটক করে।

বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ১২ হাজার ৮৭৬ টাকা। এছাড়া আগের দিন শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ ডোনা বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তের নিকটবর্তী রাতাছড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক টহল দল উক্ত স্থান হতে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশী নাগরিক জীবন দাস (২৯) এবং সজল দাস (২৯) নামে দুই অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃত দুই বাংলাদেশী নাগরিকের কাছ থেকে ভারতীয় ৬ হাজার ৩৪০ রুপি এবং দু’টি মোবাইলফোন জব্দ করে বিজিবি। পরে রোববার আটককৃত বাংলাদেশী নাগরিকদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। জীবন দাসের বাড়ি হবিগঞ্জ ও সজল দাসের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খন্দকার মো: আসাদুন্নবি পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল