২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামায়াত দেশের মানুষের জন্য কাজ করতে চায় : সেলিম উদ্দিন

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সবাইকে নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, এদেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে জামায়াতের প্রতিটি কর্মীকে চেষ্টা চালিয়ে যেতে হবে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আমরা জামায়াতে ইসলামী করি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। রাসূল সা: যে কাজ নিয়ে এসেছিলেন জামায়াতে ইসলামীও সেই কাজ করে যাচ্ছে।’

উপজেলা জামায়াতের আমির আব্দুল আজিজ জামাল ও পৌর আমির মাওলানা আব্দুল খালিকের যৌথ সভাপতিত্বে ও গোলাপগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমির রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, পৌর সেক্রেটারি কাজী শাহিদুর রহমান ও উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমির হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, মাওলানা মাসুক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নজমুল ইসলাম, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন।

আরো বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি মারুফ আহমদ, সিলেট মহানগরী জামায়াতের শূরা সদস্য অ্যাডভোকেট মো: আলিম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: সেলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা রাফিয়ান আহমদ চৌধুরী প্রমুখ।


আরো সংবাদ



premium cement
এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ

সকল