১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশী আটক

জুড়ীর লাঠিটিলা সীমান্তে বিজিবির হাতে আটক আটজন অনুপ্রবেশকারী - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটজন বাংলাদেশীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে দু’জনকে লাঠিটিলা ও ছয়জনকে কচুরগুল এলাকায় অভিযান চালিয়ে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, ‘বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি-এর অধীনস্থ লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মো: আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৮০৫/এম এর কাছ দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দু’জনকে এবং বাকি ছয়জনকে কচুরগুল চা বাগানে অভিযান চালিয়ে আটক করে।’

আটক হওয়া ব্যক্তিরা হলেন মো: মোহাবব্বত আলী হাওলাদার (৬৫), মো: রবিউল হাওলাদার (১৯), মো: সেলিম মিয়া (৪০), মো: মহিম (২৬), মো: রাশেদ ইসলাম (৩৪), মো: আবু নাঈম (২৪), মো: মামুন (২৮) ও মো: আশরাফুল ইসলাম (৩৫)।

বিজিবি বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মোরশেদুল আলম ভূইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলা দিয়ে আসামিদের মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হচ্ছে।’


আরো সংবাদ



premium cement
কুমিল্লা থেকে ৮১ বছর পর ২৪ সৈনিকের দেহাবশেষ নিয়ে যাচ্ছে জাপান হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাসহ গ্রেফতার ৩ ইবিতে র‌্যাগিংরত অবস্থায় আটক ৫ হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন সাঁথিয়ায় অতিরিক্ত দামে সার বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা ২৬৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল আরো ৩ ব্যাংক পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত গাজীপুরে থামছেই না শ্রমিক অসন্তোষ : আবারো ৫ কারখানায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ২ মন্ত্রী ও ৪ এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে মামলা বিইউপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সকল