সাংবাদিক তুরাব হত্যা : পুলিশ কনস্টেবলের ৫ দিনের রিমান্ড
- এমজেএইচ জামিল, সিলেট
- ১৮ নভেম্বর ২০২৪, ১৮:০৪, আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১৮:০৫
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক আব্দুল মোমেন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরআগে, রোববার গতকাল দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ও রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে সিলেটে পুলিশ কমিশনার মো: রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল ডিএমপিতে কর্মরত ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে সড়কে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এটিএম তুরাব। ওইদিন সন্ধ্যায় নগরের ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। সদ্য বিবাহিত তুরাব দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ছিলেন।
ঘটনার এক মাস পর (১৯ আগস্ট) নিহতের ভাই আবুল আহসান মো: আজরফ (জাবুর) বাদী হয়ে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রধান করে পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের নামোল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।