১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জানুয়ারিতেই প্রাথমিকের সব শিক্ষার্থীরা বই পাবে : উপদেষ্টা বিধান

বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার - ছবি : নয়া দিগন্ত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পরিমার্জনের জন্য কিছুটা বিলম্ব হলেও জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই।

রোববার (১৭ নভেম্বর) সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি এ সময় আরো বলেন, ‘এই মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়। তবে প্রধান লক্ষ্য হচ্ছে প্রধান শিক্ষকদের দশম গ্রেড নিশ্চিত করা।’

এর আগে, বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সিলেটের শিক্ষার চিত্র তুলে ধরেন। পাশাপাশি শিক্ষক সংকটসহ বিভিন্ন কারণে শিক্ষাক্ষেত্রে সিলেটের পিছিয়ে থাকার বিষয়টিও অবগত করা হয় উপদেষ্টাকে। এসময় সব কর্মকর্তাদের গুরুত্ব সহকারে কাজ করে শিক্ষার মান বাড়ানোর তাগিদ দেন উপদেষ্টা।


আরো সংবাদ



premium cement