১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

৯৩ লাখ ৩১ হাজার ২৫০ টাকার চোরাই পণ্য জব্দ - ছবি : নয়া দিগন্ত

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি পৃথক অভিযান চালিয়ে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে এসব চোরাই পণ্য জব্দ করেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৭২ পিস শাড়ি, ২১৭.৫ মিটার পর্দার কাপড়, দু’টি মোটরসাইকেল, ১৪৮৪০ কেজি রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী পাঁচটি নৌকা আটক করে। যার আনুমানিক মূল্যমান ৯৩ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটক করা চোরাচালানী মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’


আরো সংবাদ



premium cement