কমলগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা
- শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
- ০৯ নভেম্বর ২০২৪, ১৭:১০
মৌলভীবাজারের কমলগঞ্জে শাহিনা আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে নিহতের পরিবারের অভিযোগ গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী সাজিম মিয়া ও তার পরিবার।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শাহিনা কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে এবং উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামের সাজিম মিয়ার স্ত্রী।
শাহিনার বাবা ইব্রাহিম মিয়া জানান, ‘শনিবার সকালে আমার মেয়ের স্বামী (জামাতা) সাজিম মিয়া ফোনে জানান শাহিনা নাকি হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে গেছে, তাড়াতাড়ি আসতে। আমরা বাড়ি থেকে এসে দেখি আমার মেয়ে মারা গেছে। তার গলায় দাগ রয়েছে।’
তিনি বলেন, ‘মেয়েকে বিয়ে দেয়ার পর থেকে ওর স্বামী তাকে নির্যাতন করত। একপর্যায়ে আমার বাড়িতে নিয়ে রাখি মেয়েটিকে। মেয়ের স্বামীর নির্যাতনে তার কাছে আর দিব না এমন সিদ্ধান্তও নেই। এরপর ইউপি সদস্য সোহেল আহমদসহ সম্মানিত ব্যক্তিদের সালিশ বৈঠকের মাধ্যমে মেয়েকে আবার তার স্বামীর হাতে তুলে দেই। আজ আমার মেয়েটিকে তারা মেরে ফেলল। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।’
নিহত শাহিনার স্বামী মো: সাজিম মিয়া জানান, ‘রাতে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি সে ঘরে ফাঁস দিয়েছে। তারপর ফাঁসলাগা অবস্থায় আমি নামিয়ে ফেলি।’
তিনি বলেন, ‘অনেকে বলছে আমি হত্যা করেছি, কিন্তু আমি আমার স্ত্রীকে হত্যা করিনি।’
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘আমরা হত্যার ঘটনা শোনার পর ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তে বেরিয়ে আসবে। লাশ ময়নাতদদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ হয়নি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা