কানাইঘাটে প্রবাসী ছেলের সামনে বাবাকে গলা কেটে হত্যা
- সিলেট ব্যুরো ও কানাইঘাট সংবাদদাতা
- ০৮ নভেম্বর ২০২৪, ১৭:৪৪
সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী ছেলে আলী রাজার সামনে বাবা ফয়জুল হোসেনকে (৬৮) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ধলিবিল দক্ষিণ নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফয়জুল হোসেন মরহুম আবদুল লতিফের ছেলে।
জানা যায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুলতান আহমদকে (৫০) গ্রেফতার করেছে। এ সময় হত্যায় ব্যবহৃত ধারালো রাম দা উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ধলিবিল দক্ষিণ নয়াগাঁও গ্রামের ফয়জুল হোসেনকে (৬৮) তার আপন চাচাত ভাই সুলতান আহমদ রাম দা দিয়ে এলোপাতারি কুপিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যার পর অভিযুক্ত সুলতান আহমদ তার চাচাত ভাই ফয়জুল হোসনকে হত্যা করেছেন বলে এলাকাবাসী ও থানা পুলিশের সামনে স্বীকার করেন।’
এ ঘটনায় নিহতের ছেলে কাতার প্রবাসী আলী রাজা থানায় সুলতান আহমদসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুলতান আহমদ তার চাচাত ভাই ফয়জুল হোসনকে কুপিয়ে হত্যা করেছেন এবং তিনি নিজেও হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা