২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে চীনা নাগরিক হত্যা, সহকর্মীর ১০ বছরের কারাদণ্ড

সিলেটে নিহত চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েই - ছবি : নয়া দিগন্ত

সিলেট শহরে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) হত্যাকাণ্ডের ঘটনায় তারই সহকর্মী আরেক চীনা নাগরিক জো চাওকে (৪০) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৬ নভেম্বর) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর আদালত এ রায় দেন।

জানা যায়, ‘নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ওয়েন্টাও ওয়েই, জো চাওসহ আরো ১২ চীনা নাগরিক ভাড়া থাকতেন। তারা সিলেটের কুমারগাঁওয়ে নির্মাণাধীন বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৮ মে সকালে ওয়েন্টাও ও জো চাওয়ের মধ্যে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জো চাও ছুরি দিয়ে আঘাত করেন ওয়েন্টাওকে। এতে ঘটনাস্থলেই ওয়েন্টাওয়ের মৃত্যু হয়। পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং সিলেটের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় জো চাওকে একমাত্র আসামি করা হয়।’

রায়ের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ বলেন, ‘এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট। মামলায় মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন।’


আরো সংবাদ



premium cement