০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত

- ছবি : সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জমির আহমদ (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে সীমান্তের মেইন পিলারের ঘিলাতৈল টিপরাখলা সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খাসিয়ার ছোঁড়া গুলিতে তিনি নিহত হন।

নিহত জমির আহমদ উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ঘিলাতৈল টিপরাখলা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় খাসিয়ার ছোঁড়া গুলিতে আহত হয় জমির আহমদ।

এ সময় তার সাথে থাকা অন্যরা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসক।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ‘দীর্ঘদিন থেকে জৈন্তাপুর সীমান্তের ১২৮৪ থেকে ১২৯৪ মেইন পিলার পর্যন্ত এলাকা দিয়ে দিন ও রাতে সমানভাবে ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী চোরাইপথে বাংলাদেশে আনার জন্য যুবকরা অনুপ্রবেশ করে। এটি চোরাচালানের নিরাপদ রোড। সীমান্তে অবৈধ পণ্য আনতে গেলে খাসিয়ারা গুলি চালিয়েছে বলে ধারনা করছেন এলাকাবাসী।’

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।’


আরো সংবাদ



premium cement
তড়িঘড়ি করে আর্টিকেল ৭০ তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে : রিজভী ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে বিবাদের আভাস রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ

সকল