উপজেলা প্রশাসনের অভিযানে যানজটমুক্ত হলো কুলাউড়া শহর
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ০৫ নভেম্বর ২০২৪, ১৭:২০
কুলাউড়া উপজেলা প্রশাসনের সাড়াশি অভিযানে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের পর যানজটমুক্ত হলো শহর।
মঙ্গলবার (৫ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, কুলাউড়া থানা-দক্ষিণ বাজার রোড যানজটমুক্ত রয়েছে। এ সময় অবৈধভাবে পার্কিং করা সিএনজি ও অবৈধ হকারদেরও দেখা মেলেনি। ফলে কুলাউড়া শহর একটি পরিচন্ন এবং যানজটমুক্ত শহরে রুপান্তরিত হয়েছে।
জানা যায়, সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের সিদ্বান্তের প্রেক্ষিতে কুলাউড়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মহিউদ্দিনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসার, ওসি আব্দুর রাজ্জাক অভিযান চালিয়ে শতাধিক অবৈধভাবে বসা হকারকে উচ্ছেদ করেন এবং অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি-অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে ফেলেন। ফলে কুলাউড়ার দক্ষিণবাজারে দীর্ঘদিনের যানজট নিরসন হয়েছে এবং পথচারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পেরে ধন্যবাদ দিয়েছেন উপজেলা প্রশাসনকে।