২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ছাত্র-জনতার বিপ্লবের অর্জনকে নস্যাৎ হতে দেয়া যাবে না’

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের - ছবি : নয়া দিগন্ত

ছাত্র-জনতার বিপ্লবের অর্জনকে কোনো অপশক্তির চক্রান্তে নস্যাৎ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, দীর্ঘ দিনের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে ৫ আগস্ট এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। পতিত স্বৈরাচারের দোসররা এখনো দেশবাসীর এ অর্জনকে ম্লান করে দিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র ও মিথ্যাচারে লিপ্ত রয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে নগরীর একটি কমিউিনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখা আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলার নবনির্বাচিত আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে, মো: জয়নাল আবেদীন ও মো: নজরুল ইসলামের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী (উত্তর) আমির মো: সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মো: ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য হাফেজ আনওয়ার হোসাইন খান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরী সেক্রেটারি শাহজাহান আলী।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও মাওলানা লোকমান আহমদ।

সম্মেলনে দারসে কুরআন পেশ করেন প্রবাসী জামায়াত নেতা আজাদ সোবহান।


আরো সংবাদ



premium cement